Header Ads

আতঙ্কে ভুগছে তৃণমূল, মুনমুন ও ৬ সেলেব্রিটি কি বিজেপিতে নাম লেখাতে পারেন? গুঞ্জন রাজনৈতিক মহলে

নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনে বড় রকমের ধাক্কা খেয়েছে তৃণমূল। আর এর পর থেকে রাজ্যে দল বদলের হিড়িক পড়ে গিয়েছে। বেশ কয়েকজন তৃনমূলের হেভি-ওয়েট নেতা গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন , ঠিক তেমনি আবার বহু তৃণমূল নেতা ও সেলিব্রিটিরা মোদীর দলে নাম লেখাতে ইতিমধ্যে যোগাযোগ শুরু করেছেন বিজেপি নেতাদের সঙ্গে।
ইতিমধ্যে বিজেপিতে যোগ দিয়েছেন তিন বিধায়ক ও একাধিক কাউন্সিলর।
এরই মধ্যে মুনমুন সেন ও তাঁর মেয়ে রিয়া সেনের সঙ্গে ছবি পোস্ট করে অনুপম হাজরা ফেসবুকে লিখলেন, বিজেপি-র জন্য আরও ভালো খবর অপেক্ষা করছে। অনেকেই যখন এই পোস্টের গুরুত্ব বোঝার চেষ্টা করছেন তখনই তা ডিলিট করে দেন অনুপম।
তবে তার কিছু সময় পরে আরও একটি পোস্ট করেন তিনি।
তাঁর দ্বিতীয় পোস্টটিতে অনুপম হাজরা লেখেন, কমপক্ষে দুই প্রাক্তন সাংসদ, সাত বিধায়ক, ৩০ জন তৃণমূল কাউন্সিলর ও টলিউডের ৬ জন সেলেব্রিটি আগামী এক মাসের মধ্যে বিজেপিতে নাম লেখাতে চলেছেন।
অনুপমের এই পোস্টের পরেই প্রশ্ন উঠতে থাকে টলিউডের ওই ৬ স্টারের মধ্যে কি মুনমুন সেনের নাম আছে? উত্তর খোঁজার চেষ্টা করছে তৃণমূল শিবিরও। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.