Header Ads

দরিদ্র পরিবারে রান্নার গ্যাস পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিচ্ছে নতুন কেন্দ্রীয় সরকার।

নজরবন্দি ব্যুরোঃ ২০১৯-এর লোকসভা ভোটে বিপুল ভোটে জিতে ফের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি তথা এনডিএ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি ও এনডিএ সবচেয়ে বেশি ভোট পেয়েছে গ্রামীন, মফস্বলের অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া এলাকাগুলি থেকে। সে কথা মাথায় রেখেই ক্ষমতায় ফিরে গ্রামীন ভারতের বিপুল সংখ্যক দরিদ্র পরিবারে রান্নার গ্যাস পৌঁছে দিতে উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার।
প্রধানমন্ত্রীর উজ্জ্বল যোজনা প্রকল্পের আওতায় নতুন ৮ কোটি রান্নার গ্যাসের কানেকশন দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে সরকার। সুত্রের খবর দরিদ্র পরিবারগুলিতে ১৪.২ কেজির পরিবর্তে ৫ কেজির গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। ৫ কেজির গ্যাস সিলিন্ডারের দাম পড়বে মোটামুটি ২৬০ টাকা আর এতে ৮০ টাকার সরকারী ভর্তুকিও পাওয়া যাবে। অর্থাত্, ৫ কেজির গ্যাস সিলিন্ডারের দাম পড়বে মাত্র ১৮০ টাকা। শুধুমাত্র সুলভে রান্নার গ্যাসের কানেকশন দেওয়াই নয়, এই গ্যাস যাতে ভবিষ্যতেও দেশের দরিদ্র পরিবারগুলি অনায়াসে কিনতে পারেন তা নিশ্চিত করতে চাইছে সরকার।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.