৩০ মে শপথ নেবেন নরেন্দ্র মোদী!
বিকেল ৪ টে থেকে ৫ টার মধ্যে অনুষ্ঠিত হতে পারে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ দিল্লির মসনদে ফেরার পরেই সরকারের শপথ-গ্রহণের দিন নিয়ে আলোচনা শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। প্রবল মোদী-ঝড়ে এনডিএ এবার ৩৫০-র বেশি আসন পেয়েছে।
গতকাল ভাষণ দিতে গিয়েই তিনি এই জয়ের জন্য ১৩০ কোটি ভারতবাসীকে প্রণাম জানান। তিনি বলেন, যদি কারও জয় হয়ে থাকে, তাহলে সেই জয় ভারতের, সেই জয় গণতন্ত্রের, সেই জয় ভারতের জনতার জয়।

No comments