ফল ঘোষণার পরেই অর্জুনের সঙ্গে হাত মেলালেন মদন মিত্র!
নজরবন্দি ব্যুরো: এবারের নির্বাচনী প্রচারে একে অপরকে তীব্র আক্রমণের চিত্র দেখেছে গোটা রাজ্যের মানুষ। একজন অন্যজনকে গুণ্ডা বলেছেন। এর পাল্টা জবাবে মাতাল বলে আক্রমণ অন্যজনকে। কিন্তু, ফল ঘোষণার পরেই দু'জন একে অপরের সাথে হাত মেলালেন। প্রথম-জন ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মদন মিত্র।
অন্যজন ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং।
এই দু'জনে এক সময় তৃণমূলের সৈনিক ছিলেন। কিন্তু, কিছুদিন আগেই শাসকদল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখান অর্জুন সিং। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হন। আর তাঁর ছেড়ে যাওয়া ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হন মদন। সেখানে বিজেপি প্রার্থী করে অর্জুন সিংয়ের পুত্র পবন সিংকে। মদন ভাটপাড়ায় প্রার্থী হওয়ার পর তাঁকে মাতাল বলে আক্রমণ করেন অর্জুন। পালটা জবাবে অর্জুন সিংকে গুণ্ডা বলেছিলেন মদন।
আক্রমণ-পালটা আক্রমণ আজ যেন সব শেষ। ভাটপাড়া উপনির্বাচনে জয়ী হয়েছেন অর্জুন পুত্র। ভোটগণনার পর দেখা হয় মদন-অর্জুনের। দেখেই একসময়ের সঙ্গীর দিকে এগিয়ে যান মদন। পরস্পরের দিকে হাত বাড়িয়ে দেন। হাত মেলালেন। দু'জনেই হাসলেন। পরস্পরকে ভালো থাকার কথা বললেন। এরিমধ্যে অর্জুনের অনুগামীরা জয়শ্রীরাম ধ্বনি তোলেন। যা শুনে মদনের বক্তব্য, খুব ভালো। যে শুনবে তারও ভালো।
অন্যজন ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং।
এই দু'জনে এক সময় তৃণমূলের সৈনিক ছিলেন। কিন্তু, কিছুদিন আগেই শাসকদল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখান অর্জুন সিং। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হন। আর তাঁর ছেড়ে যাওয়া ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হন মদন। সেখানে বিজেপি প্রার্থী করে অর্জুন সিংয়ের পুত্র পবন সিংকে। মদন ভাটপাড়ায় প্রার্থী হওয়ার পর তাঁকে মাতাল বলে আক্রমণ করেন অর্জুন। পালটা জবাবে অর্জুন সিংকে গুণ্ডা বলেছিলেন মদন।

No comments