Header Ads

আজ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ।

নজরবন্দি ব্যুরোঃ আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। সকাল ১০টায় বিদ্যাসাগর ভবনের সাংবাদিক বৈঠকে মেধাতালিকা প্রকাশ করবে সংসদ। এদিনই সংশ্লিষ্ট কেন্দ্র থেকে মার্কশিট এবং অন্যান্য প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে পারবে পড়ুয়ারা।
সকাল ১১টা থেকে সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে https://wbchse.nic.in থেকে ফলাফল জানা যাবে। অন্যান্য ওয়েবসাইটগুলো হল- wbresults.nic.in, www.examresults.net, www.exametc.com, www.indiaresult.com, www.result.shiksha। এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা সে ক্ষেত্রে WB <রোল নম্বর> পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে। মার্কশিট দেওয়া শুরু হবে সোমবার সকাল ১০টায় ফলাফল প্রকাশের পরইএবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল লক্ষ ১৬ হাজার ২৮৩ জন পরীক্ষা শুরু হয় ২৬ ফেব্রুয়ারি শেষ হয় ১৩ মার্চ সোমবার পরীক্ষার ৭৪ দিনের মাথা প্রকাশিত হতে উচ্চ মাধ্যমিক ফল সকাল ১১টা থেকে ওয়েবসাইট নিজেদের রেজিস্ট্রেশন নম্বর দিলেই জানতে পারবেন পরীক্ষার্থীরা


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.