Header Ads

শোভনকে ফেরাতে উদ্যোগী ফিরহাদ!

নজরবন্দি ব্যুরো: উত্তরবঙ্গে ভরাডুবি। দক্ষিণবঙ্গেও খারাপ অবস্থা।
এই অবস্থায় দলের এক সময়ের সৈনিক শোভন চট্টোপাধ্যায়কে অভিমান সরিয়ে দলের কাজে যোগ দেওয়ার আবেদন জানালেন মেয়র-মন্ত্রী ফিরহাদ হাকিম।

রবিবার দুপুরে প্রাক্তন মেয়রকে ফোন করেন কলকাতার বর্তমান মেয়র ফিরহাদ হাকিম। বন্ধুকে দেখা করার জন্য অনুরোধ করেন ববি। যদিও এই প্রসঙ্গে প্রকাশ্যে দু’জনেই কিছু বলেন নি।
এক সূত্রের দাবি, ফিরহাদ হাকিম শোভন চট্টোপাধ্যায়কে বলেন, দলের দুর্দিন। মুখ ফিরিয়ে থাকিস না। চলে আয়।
দেখা কর একবার। প্রাক্তন মেয়রের ঘনিষ্ঠদের থেকে জানা গিয়েছে, জবাবে কিছু স্পষ্ট করেননি মমতার প্রিয় কানন। প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন শোভন।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.