ফেয়ারনেস ক্রিম মেখে ফর্সা হওয়া যায়না। ২ কোটির বিজ্ঞাপন ফেরালেন অভিনেত্রী!
নজরবন্দি ব্যুরোঃ কালো মেয়েদের নিয়ে এ দেশের বহু মানুষের চিন্তার শেষ নেই। গায়ের রংকে মাপকাঠি করে সৌন্দর্যের সংজ্ঞা নির্মাণ বহু যুগ ধরে চলছে এ দেশে তথা এই উপমহাদেশে। আর সেই সুযোগেই বহু বছর ধরে জাঁকিয়ে ব্যবসা করছে ফেয়ারনেস ক্রিমগুলি। নানা রকম মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে, গায়ের রং ফর্সা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপনী প্রচার চালাচ্ছে তারা। অনেক বড় অভিনেতা-অভিনেত্রী ফেয়ারনেস ক্রিমের প্রচার করছেন।
মানুষের মনে সুকৌশলে ঢুকিয়ে দিচ্ছেন, ফর্সা না হলে জীবনে পিছিয়ে পড়তে হবে। ভাল চাকরি পাবে না। বিয়ে হবে না। এর সামাজিক প্রভাব অত্যন্ত ক্ষতিকারক।কিন্তু এমনটা একেবারেই বিশ্বাস করেন না তামিল অভিনেত্রী সাই পল্লবী। তাই ফেয়ারনেস ক্রিমের দু'কোটি টাকার বিজ্ঞাপনী প্রস্তাব ফিরিয়ে দিলেন তিনি।অভিনেত্রী সাই পল্লবীর সচেতন পদক্ষেপকে কুর্নিশ জানাল কলকাতা।
ত্বক বিশেষজ্ঞ থেকে মেডিসিন বিশেষজ্ঞ, সবাই একযোগে ধন্যবাদ জানাল দক্ষিণের এই তারকা অভিনেত্রীকে। জানিয়ে দিলেন, পল্লবীর এই প্রত্যয় রুপোলি পর্দার মানুষদের মধ্যে যত সংক্রামিত হবে ততই স্টেরয়েড ক্রিমের অভিশাপ থেকে মুক্ত হবে ভারত।
মানুষের মনে সুকৌশলে ঢুকিয়ে দিচ্ছেন, ফর্সা না হলে জীবনে পিছিয়ে পড়তে হবে। ভাল চাকরি পাবে না। বিয়ে হবে না। এর সামাজিক প্রভাব অত্যন্ত ক্ষতিকারক।কিন্তু এমনটা একেবারেই বিশ্বাস করেন না তামিল অভিনেত্রী সাই পল্লবী। তাই ফেয়ারনেস ক্রিমের দু'কোটি টাকার বিজ্ঞাপনী প্রস্তাব ফিরিয়ে দিলেন তিনি।অভিনেত্রী সাই পল্লবীর সচেতন পদক্ষেপকে কুর্নিশ জানাল কলকাতা।

No comments