পরীক্ষা মূলক যাত্রা করলো ইস্ট-ওয়েস্ট মেট্রো।
নজরবন্দি ব্যুরোঃ পরীক্ষা মূলক যাত্রা করলো ইস্ট-ওয়েস্ট মেট্রো। শুক্রবার দুপুরে ফুলবাগান স্টেশন থেকে রওনা হয়ে শিয়ালদার আগে পর্যন্ত পরীক্ষামূলক ভাবে চালানো হল ট্রেন। পরীক্ষার ফল জানাতে গিয়ে মেট্রো-কর্তারা জানিয়েছেন, প্রথম দিনের পরীক্ষায় সফল হয়েছেন তঁারা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর চিফ ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পি চক্রবর্তী বলেন, 'এদিন আমাদের দেখার বিষয় ছিল নকশা অনুযায়ী সমস্ত কাজ ঠিকঠাক হয়েছে কি না।
যেমন, ট্রেন চলার সময় লাইনের ধারে কোনও কিছু থেকে বাধা আসছে কি না এবং প্ল্যাটফর্ম থেকে ট্রেনের দূরত্ব ঠিকঠাক আছে কি না। সব কিছুই ঠিকঠাক আছে।' উল্লেখ্য, ক'দিন আগেই এই লাইনে বিদ্যুত্-সংযোগ করার জন্য প্রয়োজনীয় অনুমতি পায় ইস্ট-ওয়েস্ট মেট্রো।তার পরেই সিদ্ধান্ত হয়, শুক্রবার ট্রেন চালিয়ে পরীক্ষা করা হবে।

No comments