নতুন স্পনসর পেলো মোহনবাগান।
নজরবন্দি ব্যুরোঃ মোহনবাগান কিট স্পনসর হিসেবে চুক্তি করতে চলেছে নিভিয়ার সঙ্গে। সূত্রের খবর এমনটাই। স্পনসরের প্রত্যাশায় এমনিতে মোহনবাগান সমর্থকদের ধৈর্য্যের বাঁধ ভাঙছে প্রতিদিনই। প্রত্যেকে আশা করে রয়েছেন, ইনভেস্টর কিংবা টাইটেল স্পনসরের আগমনের জন্য। এমন অবস্থাতেই জলন্ধরের ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থাটির সঙ্গে গাঁটছড়া বাঁধার খবর ময়দানে।
তবে সমর্থকদের উদ্বেগ রয়ে গিয়েছে স্পনসরের বিষয়ে। সূত্রের খবর, মূল স্পনসরের জন্য কর্তারা এখনও খোঁজ চালাচ্ছেন। তবে কিট স্পনসর হিসেবে নিভিয়া-র সঙ্গে চুক্তি প্রায় পাকা। দীর্ঘমেয়াদি ভিত্তিতেই নিভিয়া-র সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে মোহনবাগান।

No comments