Header Ads

শূন্যপদ-সহ বেশকিছু তথ্য চাইল পর্ষদ! জানাতে হবে ২৫ এপ্রিলের মধ্যে

নজরবন্দি ব্যুরো: স্কুলে শিক্ষক-শিক্ষিকা কি পড়াচ্ছেন, কেমন পড়াচ্ছেন, তাঁর নাম, শিক্ষাগত যোগ্যতা ও শূন্যপদ সংক্রান্ত তথ্য চেয়ে পাঠাল মধ্যশিক্ষা পর্ষদ।
একি সাথে বাংলা ও ইংরেজি ভাষার পাশাপাশি স্কুলে স্কুলে তৃতীয় ভাষা চালু করা উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। বাংলার স্কুলে উর্দু, হিন্দি ও নেপালি ভাষা পড়ানোর বিষয়ে এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে সরকার।
অভিযোগ ছিল, বাংলার স্কুলে তৃতীয় ভাষার বই বিনামূল্যে দেওয়া হয় না।
এর কোনও সঠিক সিলেবাসও নেই। কিন্তু সোমবার স্কুলগুলিকে যে চিঠি পর্ষদ পাঠিয়েছে, তাতে এ নিয়ে নতুন পরিকল্পনার কথা উল্লেখ আছে। যদিও এখনই এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নন কর্তারা।

স্কুলগুলিকে যে চিঠি দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, স্কুলে তৃতীয় ভাষা হিসেবে কোন বিষয় পড়ানো হয়, তা জানাতে হবে। তার সঙ্গে যে শিক্ষক-শিক্ষিকা তা পড়াচ্ছেন, তাঁর নাম, যোগ্যতা এবং সেই পদ অনুমোদিত কি না, তাও জানাতে হবে। আর এই তথ্য জানাতে হবে ২৫ এপ্রিলের মধ্যে। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.