Header Ads

আক্রান্ত বিজেপি কর্মী, থানার সামনে বিক্ষোভ অনুপম হাজরার

নজরবন্দি ব্যুরো: নির্বাচন যতো শেষের দিকে এগোচ্ছে রাজনৈতিক হিংসা ক্রমশ বাড়ছে। দলীয় পতাকা লাগাতে গিয়ে এবার 'আক্রান্ত' বিজেপি কর্মীরা। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে।
ঘটনাকে ঘিরে উত্তপ্ত গড়িয়া পুলিশ পাড়া। এই ঘটনায় আহত হয়েছেন ২ বিজেপি কর্মী। ঘটনার প্রতিবাদে যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা নরেন্দ্রপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। যদিও বিজেপির বিরুদ্ধেই পাল্টা হামলার অভিযোগ তুলেছে তৃণমূল।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে।
গড়িয়ার পুলিশ পাড়ায় দলীয় পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত হন বিজেপি কর্মীরা। অভিযোগ, বাইকে জনা সাতেক দুষ্কৃতী গিয়ে তাঁদেরকে উপর হামলা চালায়। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁরা। যদিও তৃণমূলের যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ সরকার। তাঁর পাল্টা অভিযোগ, বিজেপির গুণ্ডা-বাহিনীর হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূল কর্মীরা।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.