ভোট বয়কটে’র ডাক জঙ্গলমহলে!
নজরবন্দি ব্যুরো: ভোট বয়কটে’র ডাক দিল জঙ্গলমহল। বাঁকুড়ার সারেঙ্গা ব্লক এলাকার চিলতোড় গ্রাম পঞ্চায়েতের সাঁইতোড়া গ্রামের মানুষের দাবি, পরিশ্রুত পানীয় জল ও প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থা না করলে এবারের নির্বাচনে তারা কেউ ভোট দিতে যাবে না।
সাঁইতোড়া গ্রামে ৮৪ টি পরিবার তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, গ্রামে যে ক’টি পানীয় জলের নলকূপ রয়েছে তাতে জল-স্তর ইতিমধ্যে নেমে গেছে। পর্যাপ্ত পানীয় জলের অভাব এখন থেকে। গ্রীষ্মের শুরুতেই যদি এই অবস্থা হয় তাহলে আরও এক মাস পরে কি ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাদের।
গ্রামবাসীদের তরফে আরও দাবি করা হয়েছে, তাদের গ্রামে পরিশ্রুত পানীয় জলের লাইন না পৌঁছলেও মাত্র এক কিলোমিটার দূরে বারপাখান বাস-স্ট্যাণ্ড আর দেউলি মোড়ে ওই পাইপ লাইন দিয়ে অযথা জল অপচয় হচ্ছে। পানীয় জলের ব্যবস্থা না হলে তারা ভোট বয়কট করবেন বলে সম্মিলিতভাবে তারা জানিয়ে দিয়েছেন।
সাঁইতোড়া গ্রামে ৮৪ টি পরিবার তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, গ্রামে যে ক’টি পানীয় জলের নলকূপ রয়েছে তাতে জল-স্তর ইতিমধ্যে নেমে গেছে। পর্যাপ্ত পানীয় জলের অভাব এখন থেকে। গ্রীষ্মের শুরুতেই যদি এই অবস্থা হয় তাহলে আরও এক মাস পরে কি ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাদের।

No comments