শীর্ষ আদালতে খারিজ গুরুংদের নিরাপত্তা'র আবেদন!
নজরবন্দি ব্যুরো: বিমল গুরুং ও রোশন গুরুংয়ের 'নিরাপত্তা'র আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। শীর্ষ আদালত মামলাটি খারিজ করে দিয়ে কলকাতা হাইকোর্টে মামলাটি পাঠিয়েছে। বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি নবীন সিংহর বেঞ্চ জানিয়েছে, আগামী ৪ দিনের মধ্যে বিমল গুরুং ও রোশন গিরি কলকাতা হাইকোর্টে তাঁদের দাবির প্রেক্ষিতে আবেদন করতে পারবেন।
বিষয়টির দ্রুত নিষ্পত্তি করার জন্য হাইকোর্টকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে অংশগ্রহণে অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিমল গুরুং ও রোশন গিরিরা।
ভোটে অংশগ্রহণ করতে শীর্ষ আদালতের কাছে ৩ সপ্তাহের জন্য অন্তর্বর্তী নিরাপত্তার দাবি জানিয়েছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতেই এদিন মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে। কিন্তু, বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি নবীন সিংহর বেঞ্চ গুরুংদের আবেদন খারিজ করে দিয়ে মামলাটি ফিরিয়ে দেন কলকাতা হাইকোর্টে।
প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে অংশগ্রহণে অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিমল গুরুং ও রোশন গিরিরা।
ভোটে অংশগ্রহণ করতে শীর্ষ আদালতের কাছে ৩ সপ্তাহের জন্য অন্তর্বর্তী নিরাপত্তার দাবি জানিয়েছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতেই এদিন মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে। কিন্তু, বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি নবীন সিংহর বেঞ্চ গুরুংদের আবেদন খারিজ করে দিয়ে মামলাটি ফিরিয়ে দেন কলকাতা হাইকোর্টে।

No comments