তৃণমূল প্রার্থী সুনীল কুমার মণ্ডলের সমর্থনে মিছিল!
নজরবন্দি ব্যুরো: বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রে আগামী ২৯ শে এপ্রিল নির্বাচন হতে চলেছে। সেই নির্বাচনকে সামনে রেখে বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুনীল কুমার মণ্ডলের সমর্থনে মঙ্গলবার কাটোয়া ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খাজুরডিহি গ্ৰাম পঞ্চায়েত কার্যালয় থেকে ভোটের প্রচার শুরু হল।
গাড়ি চড়ে ও পায়ে হেঁটে ভোটের প্রচার করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুনীল কুমার মণ্ডল, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, কাটোয়া ১নং ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি রঞ্জিত মণ্ডল, পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাম্পি রুদ্র সহ বেশকিছু স্থানীয় নেতারা। সুদপুর গ্ৰাম, পঞ্চাননতলা, করজ গ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোটের প্রচার করলেন।
তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুনীল কুমার মণ্ডল জানান মমতা বন্দ্যোপাধ্যায়-এর উন্নয়ন দেখেই গ্ৰামের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। এবার লোকসভা নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি ১০০ ভাগ নিশ্চিত বলে জানান। এই মিছিলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুনীল কুমার মণ্ডল জানান মমতা বন্দ্যোপাধ্যায়-এর উন্নয়ন দেখেই গ্ৰামের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। এবার লোকসভা নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি ১০০ ভাগ নিশ্চিত বলে জানান। এই মিছিলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

No comments