পিটিটিআই ট্রেনিং প্রাপ্ত পড়ুয়াদের শিক্ষক পদে নিয়োগের দাবিতে ডেপুটেশন!
নজরবন্দি ব্যুরো: শীর্ষ আদালতের রায় মেনে নিয়ে প্রাইমারি টিচার্স ট্রেনিং(২০০৪-২০০৫) পাশ প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে ডেপুটেশন দিলেন পশ্চিম মেদিনীপুরের বঞ্চিত প্রশিক্ষিত PTT প্রার্থীরা। সর্বোচ্চ আদালতের রায়ে প্রশিক্ষিত দের নিয়োগের কথা বলা থাকলেও রাজ্য সরকার নিয়োগ করছে না,তাই তারা রাস্তায় নেমে আন্দোলন ও ডেপুটেশন দিলেন।
PTTSU এর রাজ্য সহ সম্পাদক তথা মুর্শিদাবাদের বিশিষ্ট শিক্ষক তন্ময় ঘোষ বলেন, কাল-বিলম্ব না করে সরকারের উচিত বঞ্চিত প্রশিক্ষিত PTT কোর্স পাশ চাকরি প্রার্থীদের নিয়োগ করা। কারণ, এর আগেই এই নিয়োগের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
তৃণমূল নেত্রী জানিয়েছিলেন, ক্ষমতাই এলে PTT সমস্যার সমাধান করবেন,তাই মুখ্যমন্ত্রীর উচিত কথা রেখে নিয়োগ করা। তন্ময় বাবু PTT সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন।
PTTSU এর রাজ্য সহ সম্পাদক তথা মুর্শিদাবাদের বিশিষ্ট শিক্ষক তন্ময় ঘোষ বলেন, কাল-বিলম্ব না করে সরকারের উচিত বঞ্চিত প্রশিক্ষিত PTT কোর্স পাশ চাকরি প্রার্থীদের নিয়োগ করা। কারণ, এর আগেই এই নিয়োগের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

No comments