বেফাঁস কথা রুখতে ক্লাস নিল তৃণমূল, শেখানো হল ভোটারের মন জয় করার পদ্ধতি।
নজরবন্দি ব্যুরোঃ ভোট প্রচারে বেরিয়ে বড্ড বেফাঁস কথা বলে ফেলছেন তৃণমূল নেতা কর্মীরা। তাতে ক্ষতি হচ্ছে দলের। এবার সেকথা মাথায় রেখেই নেতা কর্মীদের ক্লাস নেওয়া শুরু করল তৃণমূল। ক্লাসের মূল বক্তব্য হল, বেফাঁস কথা বলা চলবে না। যতটুকু বলা হোক সেটা যেন হয় যুক্তিপূর্ণ। পাশাপাশি বক্তার বক্তব্য হতে হবে গভীরতা পূর্ণ এবং তথ্যে ঠাসা।
এছাড়াও ক্লাশে শেখানো হয় কিভাবে মন জয় করতে হবে ভোটারের সেই পদ্ধতি। নেতা কর্মীদের নির্দেশ দেওয়া হয় মমতা বন্দোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসুত প্রকল্প যেমন কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথীর মতো বিভিন্ন সরকারি প্রকল্পে কত জন উপকৃত হয়েছেন সেই হিসেব সাধারন মানুষের কাছে তুলে ধরতে বলা হয়েছে। আর তৃণমূলের আমলে হওয়া "ব্যপক উন্নয়ন" সম্পর্কে সাধারন মানুষকে সচেতন করতে হবে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু নিজেদের সাফল্য নয়, বিরোধীদের দুর্বলতা তুলে ধরতেও হাতিয়ার হিসেবে তথ্যকেই করতে হবে অস্ত্র।
পশ্চিম মেদিনীপুরের দাসপুর ২ ব্লকের বরুণায় মঙ্গলবার এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল ব্লক তৃণমূল।
এছাড়াও ক্লাশে শেখানো হয় কিভাবে মন জয় করতে হবে ভোটারের সেই পদ্ধতি। নেতা কর্মীদের নির্দেশ দেওয়া হয় মমতা বন্দোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসুত প্রকল্প যেমন কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথীর মতো বিভিন্ন সরকারি প্রকল্পে কত জন উপকৃত হয়েছেন সেই হিসেব সাধারন মানুষের কাছে তুলে ধরতে বলা হয়েছে। আর তৃণমূলের আমলে হওয়া "ব্যপক উন্নয়ন" সম্পর্কে সাধারন মানুষকে সচেতন করতে হবে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু নিজেদের সাফল্য নয়, বিরোধীদের দুর্বলতা তুলে ধরতেও হাতিয়ার হিসেবে তথ্যকেই করতে হবে অস্ত্র।
পশ্চিম মেদিনীপুরের দাসপুর ২ ব্লকের বরুণায় মঙ্গলবার এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল ব্লক তৃণমূল।

No comments