গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আদালতের, টেট পাসদের সার্টিফিকেট দেওয়ার নির্দেশ!
নজরবন্দি ব্যুরো: নির্বাচনের দামামা বেজে গিয়েছে আগেই। আর এই নির্বাচনের মধ্যে আদালতের নির্দেশে কিছুটা স্বস্তির খবর পেল রাজ্যের হবু শিক্ষকরা।
.
২০১৪-র প্রাইমারী টেট পাস এবং বিএড প্রার্থীরা টেট সার্টিফিকেটের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল। আজ অর্থাৎ সোমবার ওই মামলায় রায় প্রদান করে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়।
দীর্ঘ সওয়াল জবাব শেষে ২০১৪ এর প্রাইমারী টেট মামলার রায়দান করে বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি।
তিনি পর্ষদকে ২ মাসের মধ্যে টেট পাশ সার্টিফিকেট প্রদানের নির্দেশ দেন। এর সঙ্গে সার্টিফিকেটের মেয়াদ বৈধতা দু’বছর ধার্য করারও নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে সরাসরি ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন টেট পাস ৭৩৫ জন হবু শিক্ষক। তবে এই নির্দেশ পাবার পর পর্ষদ কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার।
দীর্ঘ সওয়াল জবাব শেষে ২০১৪ এর প্রাইমারী টেট মামলার রায়দান করে বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি।
তিনি পর্ষদকে ২ মাসের মধ্যে টেট পাশ সার্টিফিকেট প্রদানের নির্দেশ দেন। এর সঙ্গে সার্টিফিকেটের মেয়াদ বৈধতা দু’বছর ধার্য করারও নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে সরাসরি ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন টেট পাস ৭৩৫ জন হবু শিক্ষক। তবে এই নির্দেশ পাবার পর পর্ষদ কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার।

No comments