বর্ধমান দক্ষিণ বিধানসভায় ৩০০ বুথে এজেন্ট দিয়ে দেখাক বিজেপিঃ তৃণমূল
এর পরে বর্ধমান শহর জেলা সভাপতি খোকন দাস আরও বলেন, আগে বর্ধমান দক্ষিণ বিধানসভায় ৩০০ বুথে এজেন্ট দিয়ে দেখাক বিজেপি।
প্রসঙ্গত, সোমবার সকালেই দিল্লী থেকে অণ্ডাল বিমানবন্দরে আসেন আলুওয়ালি। তাঁকে স্বাগত জানাতে অন্ডালে হাজির ছিলেন বিজোপির বেশকিছু নেতা ও সমর্থকরা। সেখান থেকে সকাল প্রায় সাড়ে এগারোটা নাগাদ তিনি এসে হাজির হন বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। মন্দিরে তিনি পুজো দেন বলেও জানা গিয়েছে।

No comments