Header Ads

প্রতিরোধের ডাক দিলেন সূর্যকান্ত মিশ্র!

নজরবন্দি ব্যুরো: ‘আমাদের লড়াই তৃণমূল ও বিজেপি দু-জনের বিরুদ্ধে’। এভাবে বামেদের অবস্থান স্পষ্ট করলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
বৃহস্পতিবার বাঁকুড়ায় বামেদের মহামিছিলে যোগ দিয়ে তিনি বলেন, ‘‘বিজেপি ও তৃণমূল হল একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। তৃণমূল আর বিজেপির মধ্যে কোন পার্থক্য নেই।’’
তৃণমূল-বিজেপি বিরোধী সমস্ত মানুষের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘‘সাধারণ মানুষের দাবী দাওয়া নিয়ে একমাত্র লড়াই করে বামপন্থীরা।
নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করে তিনি বলেন, আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘন করে প্রধানমন্ত্রী যেসব কথা বলছেন তা নিয়ে তাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ করা সত্ত্বেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।’’
মুর্শিদাবাদে কংগ্রেস কর্মী খুন ও বিভিন্ন জায়গায় বাম প্রার্থীদের উপর হামলার প্রসঙ্গ উল্লেখ করে সূর্যকান্ত মিশ্র বলেন, ‘‘নির্বাচন কমিশন নিরাপত্তা দিতে পুরোটাই ব্যর্থ।’’ নির্বাচন কমিশনের দয়া দাক্ষিণ্যের উপর নির্ভর নয়, শিরদাঁড়া সোজা রেখে সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগের পরামর্শ দিয়ে তিনি বলেন, আক্রমণ হলে প্রথমে প্রতিবাদ, প্রতিরোধ করতে হব।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.