Header Ads

অর্ণব রায় নিখোঁজের পিছনে প্রণয় যোগ?

নজরবন্দি ব্যুরো: আটদিন ধরে নিখোঁজ থাকার পরে অবশেষে আজ সকালে খোঁজ মিলেছে নদিয়ার 'নিখোঁজ' নোডাল অফিসার অর্ণব রায়ের। পুলিশ দাবি করেছে, হাওড়া স্টেশন চত্বরেই দেখা গিয়েছে তাঁর। কিন্তু অর্ণব রায়ের 'অন্তর্ধান' নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। পুলিশের একটা অংশের অনুমান, এর পিছনে জড়িয়ে রয়েছে প্রণয় ঘটিত কারণ। এর আগেও এই ধরনের কাণ্ড ঘটিয়েছিলেন অর্ণব বাবু।
এক সূত্রের দাবি, নিজে থেকেই আত্মগোপন করেছিলেন অর্ণব।
এমনকি আত্মগোপনের আগে নিজের অফিসিয়াল কাগজপত্র ও চাবি সহকর্মীদের হাতে দিয়ে গিয়েছিলেন তিনি। এই সূত্রে ধরেই অর্ণব রায়কে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডি কর্তারা।
উল্লেখ্য, ১৮  এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন অর্ণব রায়। স্বামীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে নদিয়া জেলা শাসকের কাছেও দরবার করেছিলেন অর্ণব রায়ের স্ত্রী। আর আজ সকালে খোঁজ মিলল অর্ণব রায়ের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.