চোট পেলেন রোহিত শর্মা। চিন্তাই ভারতীয় বোর্ড।
নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা আর ঠিক এক সপ্তাহ বাকি। আর এই সময় চোট পেলেন রোহিত শর্মা। জানিয়ে চিন্তাই ভারতীয় বোর্ড। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামার আগে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্র্যাকটিসে নেমে, আচমকাই ডান পায়ের থাইতে মারাত্মক টান অনুভব করেন মুম্বই ইন্ডিয়ন্সের অধিনায়ক রোহিত।
যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি মাঠে শুয়ে পড়েন। তারপর থাই ধরে খোঁড়াতে খোঁড়াতে নিজেই মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফেরেন রোহিত। যদিও চোট সেরকম গুরুতর নয় বলে মনে করা হলেও, এব্যাপারে কোনো ঝুঁকি নিতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মার চিকিৎসা সংক্রান্ত সব টেস্টের রিপোর্ট তারা খতিয়ে দেখবে বলে জানিয়েছে।
যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি মাঠে শুয়ে পড়েন। তারপর থাই ধরে খোঁড়াতে খোঁড়াতে নিজেই মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফেরেন রোহিত। যদিও চোট সেরকম গুরুতর নয় বলে মনে করা হলেও, এব্যাপারে কোনো ঝুঁকি নিতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মার চিকিৎসা সংক্রান্ত সব টেস্টের রিপোর্ট তারা খতিয়ে দেখবে বলে জানিয়েছে।

No comments