চরম বিপত্তি, টালা ট্যাংকের পাম্পে ঢুকে গেল ইঁদুর! তারপর?
নজরবন্দি ব্যুরোঃ টালা ট্যাংকের পাম্পে ইঁদুর ঢুকে যাওয়ায় দেখা দিল বিপত্তি। এর ফলে পানীয় জল সরবরাহ বিঘ্নিত হয় উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে। পাম্পের ভিতরে বড় ইঁদুর ঢুকে যাওয়ার ফলে শর্ট সার্কিট হয়ে যায় পাম্প।সুইচ অন করতেই শর্ট সার্কিট হয়ে পাম্পের ফিউজ উড়ে যায় ততক্ষণে ফলতা থেকে টালার উদ্দেশ্যে পাইপের মধ্যে দিয়ে জল আসা শুরু হয়ে গিয়েছিল।
পাম্পের ফিউজ উড়ে যাওয়ার ফলে রিজার্ভার এ জল তোলা সম্ভব হচ্ছিল না যার জেরে অতিরিক্ত জল পাইপ থেকে এয়ার ভাগগুলি দিয়ে বেরিয়ে পড়ে রাস্তায়। পুরসভার প্রধান কার্যালয় থেকে তৎক্ষণাৎ ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধিদল টালা ট্যাংকে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। জল সরবরাহের পরিষেবা অল্প অল্প করে চালু রাখা হলেও এখনো মেরামতিরর কাজ চলছে বলে জানিয়েছেন এক নম্বর বোরো চেয়ারম্যান তরুণ সাহা।

No comments