Header Ads

নির্বাচন আবহে রামনবমীতে অস্ত্র মিছিল হলে তার দায়িত্ব নিতে হবে জেলা প্রশাসনকে!

নজরবন্দি ব্যুরো: রামনবমীতে বিজেপি যে অস্ত্র মিছিল করবে সেটা তারা আগেই জানিয়ে দিয়েছিল। আর সেই মিছিলের দায়িত্ব নিতে হবে জেলা প্রশাসনকে। স্পষ্ট বিষয়টি জানিয়ে দিলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে।
তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দেন, রামনবমীতে অস্ত্র মিছিল রুখতে যা করণীয়, সেটা রাজ্য প্রশাসনই করবে। এবিষয়ে নির্বাচন কমিশনের আলাদা করে কিছু ব্যবস্থা নেবে না।
এটা জেলা প্রশাসনের এক্তিয়ারভুক্ত। দিল্লি যাওয়ার আগে শনিবার বিমানবন্দরে দাঁড়িয়ে একথা বললেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে।  তিনি আরও জানান, এই মুহূর্তের তাঁর কাছে অধিক গুরুত্বপূর্ণ রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনের নিরাপত্তার বজায় রাখা। দ্বিতীয় দফায় রাজ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করা হয়েছে, সেবিষয়ে ইতিমধ্যেই ইসি কর্তাদের সঙ্গে আলোচনা সেরে নিয়েছেন বিবেক দুবে। 




No comments

Theme images by lishenjun. Powered by Blogger.