Header Ads

তৃণমূল- বিজেপিকে ভোট না দেবার আবেদন করলেন এই রাজ্যের বুদ্ধিজীবীরা!

নজরবন্দি ব্যুরো: কিছুদিন আগে মুম্বাইয়ে নাসিরুদ্দিন শাহ ও অমল পালেকরের মতন প্রায় ৯০ জন চলচ্চিত্র ব্যক্তিত্ব বিজেপিকে ভোট না দেবার আবেদন রেখেছিলেন।
এবার এই রাজ্যে তৃণমূল ও বিজেপিকে ভোট না দেবার আবেদন রাখলেন বুদ্ধিজীবীরা।

এক আবেদন পত্রে এই রাজ্যের শিল্প-সংস্কৃতি-মহলের পরিচিত মুখ যেমন- বুদ্ধদেব দাশগুপ্ত, অমিয় বাগচি, অর্ধেন্দু সেন,ওয়াসিম কাপুর, সব্যসাচী চক্রবর্তী, অশোক গঙ্গোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, তরুণ মজুমদার, সব্যসাচী চক্রবর্তী, পবিত্র সরকার, উর্মিমালা বসু, কৌশিক সেন, অনীক দত্ত, রজতাভ দত্ত, দেবজ্যোতি মিশ্র, শ্রীলেখা মিত্র, মন্দাক্রান্তা সেন সহ প্রায় ১০০ বুদ্ধিজীবী আবেদন করেছেন বিজেপি ও তৃণমূলকে ভোট না দেবার জন্য।

ওই আবেদন পত্রে বিনীত বলা হয়েছে," এবারের লোকসভা ভোটে বিজেপি এবং তৃণমূলকে ভোট দেবেন না।"
ভোট না দেবার কারণ সুন্দর ভাবে বিশ্লেষণ করা হয়েছে ওখানে। বলা হয়েছে, এই রাজ্যের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করার স্বার্থে ফ্যাসিবাদী বিজেপি এবং স্বৈরাচারী তৃণমূলকে আসন্ন ১৭ তম লোকসভা নির্বাচনে পরাজিত করার আহ্বান জানাচ্ছি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.