Header Ads

গ্রেফতার হতে পারেন রাজীব কুমার? গুরুত্বপূর্ণ রায় দিতে পারে সুপ্রিম কোর্ট

নজরবন্দি ব্যুরো: আজ সোমবার রাজীব কুমার সংক্রান্ত মামলার শুনানি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দাবি মতো প্রাক্তন পুলিশ কমিশনারকে গ্রেফতার করা হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।
দেশের শীর্ষ আদালত রাজীব কুমার ইস্যুতে কি সিদ্ধান্ত নেন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।

সম্প্রতি সুপ্রিম কোর্টে রাজীব কুমারের বিরুদ্ধে মুখবন্ধ একটি খাম জমা দেয় সিবিআই। সেখানে রাজীব কুমারের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আনে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। একই সঙ্গে তাঁকে গ্রেফতারের দাবিও আদালতে জানান সিবিআইয়ের আইনজীবী।
সিবিআইয়ের এহেন আবেদনের ভিত্তিতে প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের কাছে জবাব তলব করে সুপ্রিম কোর্ট। সেই মতো সিবিআইয়ের গ্রেফতারির দাবির বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন করে সুপ্রিম কোর্ট হলফনামা জমা দেন রাজীব কুমার। সেই হলফনামায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাজকর্ম নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এই অবস্থায় আজ গুরুত্বপূর্ণ রায় জানাতে শীর্ষ আদালত। আর সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেই দিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.