যে গ্রাম বা অঞ্চল থেকে যত বেশি ভোট পাব সেখানে তত বেশি কাজ! ফের বিতর্কে জড়ালেন মানেকা
নজরবন্দি ব্যুরো: আবার বিতর্কে জড়ালেন মানেকা গান্ধী। যত বেশি ভোট, তত ভালো ও বেশি কাজ। এই কৌশলেই ভোট বৈতরণী পারের স্বপ্ন দেখছেন কেন্দ্রীয় মন্ত্রী। নির্বাচনে প্রাপ্ত ভোটের শতাংশের বিচারে কাজ করবেন বলে জানিয়ে দিলেন তিনি।
এর আগে এক জনসভায় মানেকা গান্ধী বলেন, ‘‘যে গ্রাম বা অঞ্চল থেকে যত বেশি ভোট পাব সেখানে তত বেশি কাজ করা হবে।’’ এর পরে তিনি বলেন, কাজের সুবিধায় তিনি ভোটের শতাংশের হারে গ্রেডও নির্ধারণ করবেন। জানান, যে অঞ্চল বা গ্রাম থেকে বিজেপি ৮০ শতাংশের বেশি ভোট পাবে তারা সবার আগে সুযোগ সুবিধা পাবেন ও কাজ হবে। এইসব অঞ্চলকে ‘এ’ গ্রেড বলে চিহ্নিত করার কথা বলেন তিনি।

No comments