শীর্ষ আদালতে আত্মপক্ষ সমর্থন রাজীব কুমারের!
নজরবন্দি ব্যুরো: শীর্ষ আদালতে হলফনামা জমা দিলেন রাজীব কুমার। গ্রেফতারির বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন করলেন। সারদা মামলায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কাজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
শিলঙে জেরা চলাকালীন কেন্দ্রীয় গোয়েন্দাদের সহযোগিতা করেছিলেন বলে দাবি। জিজ্ঞাসাবাদ পর্বের ভিডিও রেকর্ডিং দেখলেই সেটা স্পষ্ট বোঝা যাবে। সূত্রের খবর, এই মর্মেই হলফনামা জমা দিয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। এর সঙ্গে ওই হলফনামায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পদক্ষেপ নিয়েও প্রশ্নও তুলেছেন তিনি।
হলফনামার প্রতিলিপি পাঠানো হয়েছে সিবিআইয়ের দফতরে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে, শিলঙে সিবিআইয়ের মুখোমুখি হন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। এরপরই সারদা-কাণ্ডের তদন্তে তিনি সহযোগিতা করেননি, তাই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার আছে। এই মর্মে শীর্ষ আদালতে হলফনামা দিয়ে দাবি করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গ্রেফতারির আটকাতে আত্মপক্ষ সমর্থনে আজ সুপ্রিম কোর্টে পাল্টা হলফনামা জমা দিলেন রাজীব কুমার।
হলফনামার প্রতিলিপি পাঠানো হয়েছে সিবিআইয়ের দফতরে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে, শিলঙে সিবিআইয়ের মুখোমুখি হন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। এরপরই সারদা-কাণ্ডের তদন্তে তিনি সহযোগিতা করেননি, তাই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার আছে। এই মর্মে শীর্ষ আদালতে হলফনামা দিয়ে দাবি করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গ্রেফতারির আটকাতে আত্মপক্ষ সমর্থনে আজ সুপ্রিম কোর্টে পাল্টা হলফনামা জমা দিলেন রাজীব কুমার।

No comments