Header Ads

মা হারা হলেন অনুব্রত মণ্ডল!

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের মুখে বড় ধাক্কা খেলেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অনুব্রত মণ্ডলের মা পুষ্পধানী মণ্ডল।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এদিন সকালে নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয়।
আর এর ফলে বোলপুর লোকসভা ভোটের প্রার্থী অসিত মাল-এর সমর্থনে তৃণমূল কংগ্রেসের যে সভা ছিল পালিশগ্রামে তা বন্ধ হয়ে যায়।
অনুব্রত বাবুর মায়ের আত্মার শান্তি কামনা করে প্রায় এক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী নীরবতা পালন করেন।
বঙ্গ রাজনীতির অন্যতম জনপ্রিয় এবং বিতর্কিত ব্যক্তি হলেন অনুব্রত মণ্ডল। ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে তিনি শিরোনামে চলে আসেন। সেই সময়ে পুলিশকে বোম মারার হুমকি দিয়েছিলেন তিনি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.