ভোট কেন্দ্রে জওয়ানের সঙ্গে বচসায় জড়ালেন রবীন্দ্রনাথ ঘোষ!
নজরবন্দি ব্যুরো: আবার বিতর্কে জড়ালেন রবীন্দ্রনাথ ঘোষ। ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সঙ্গে বচসায় জড়ালেন তিনি। এক জওয়ানের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, "প্রিসাইডিং অফিসার আছে। আপনাদের কিছু করতে হবে না।"
আজ সকালেই তিনি বলেছিলেন, শান্ত থাকবেন।
কিন্তু ভোট দিতে গিয়েই মেজাজ হারান রবীন্দ্রনাথ। ভোট দেওয়ার সময় এক জওয়ানের উদ্দেশে বলেন, "আপনারা ভিতরে আসবেন না। ভিতরে আসার অধিকার আপনাদের নেই। প্রিসাইডিং অফিসার আছে।"ভোট দিয়ে বাইরে বেরিয়ে এসেও জওয়ানের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তিনি। পাশাপাশি তিনি বিএসএফ-এর বিরুদ্ধে অভিযোগ করেন, সীমান্তের মহিলা-ভোটারদের বিএসএফ ভোট দিতে বাধা দিচ্ছে। এমন কী ভোটকেন্দ্রে এসে হুমকি দেওয়া হচ্ছে বার বার।
আজ সকালেই তিনি বলেছিলেন, শান্ত থাকবেন।

No comments