সকল গোর্খাকে নাগরিকত্ব দেবে বিজেপি সরকার: অমিত শাহ
নজরবন্দি ব্যুরো: নির্বাচনের মুখে কালিম্পঙে বিজেপির প্রচারে এসে প্রচ্ছন্নভাবে গোর্খা-ল্যান্ডের দাবিকে সমর্থন জানালেন অমিত শাহ। মুখে আনলেন না, কিন্তু ঘুরিয়ে সেই বার্তা দিলেন তিনি।
তাঁর বার্তা, আপনাদের আত্মত্যাগ ব্যর্থ হবে না। ২৬ মে তার অবসান হবে। এদিন অমিত বলেন, ''সুবাস ঘিসিং থেকে আজ পর্যন্ত আপনারা বহু লড়াই করছেন। আপনাদের আত্মত্যাগ ব্যর্থ হবে না। তার অবসান হবে ২৬ মে''। তৃণমূলের নাম না করে অমিত শাহ বলেন, ''জুলুম করলেও জিততে পারবে না ওরা।"একইসঙ্গে অমিতের ঘোষণা, ভোটে জিতে আসার পর গোর্খাদের আদিবাসী শ্রেণিতে আনবে ভারতীয় জনতা পার্টি।
নেপাল থেকে আসা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন মোদীর এই বিশ্বস্ত সেনাপতি। তাঁর কথায়, ''আমাদের থেকেও বেশি ভারতীয় গোর্খা ভাইরা। দেশের জন্য রক্ত বইয়েছেন গোর্খারা। তাঁদের বিদেশি বলছে কে? সকল গোর্খাকে নাগরিকত্ব দেবে বিজেপি সরকার।''
তাঁর বার্তা, আপনাদের আত্মত্যাগ ব্যর্থ হবে না। ২৬ মে তার অবসান হবে। এদিন অমিত বলেন, ''সুবাস ঘিসিং থেকে আজ পর্যন্ত আপনারা বহু লড়াই করছেন। আপনাদের আত্মত্যাগ ব্যর্থ হবে না। তার অবসান হবে ২৬ মে''। তৃণমূলের নাম না করে অমিত শাহ বলেন, ''জুলুম করলেও জিততে পারবে না ওরা।"একইসঙ্গে অমিতের ঘোষণা, ভোটে জিতে আসার পর গোর্খাদের আদিবাসী শ্রেণিতে আনবে ভারতীয় জনতা পার্টি।

No comments