প্রার্থী যেই হোন, ভোট দিন আমাকে! জানালেন প্রধানমন্ত্রী
নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনে প্রার্থী যে-ই হোক, ভোটটা তাঁকে ভেবে দেওয়ার জন্য শিলিগুড়ির সভা থেকে আহ্বান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, "প্রার্থী যে-ই হোন, আমাকে ভোট দিন।" উল্লেখ্য, দার্জিলিং থেকে রাজু বিস্তকে প্রার্থী করেছে বিজেপি নেতৃত্ব। রাজু বিস্তকে প্রার্থী ঘোষণা হতেই ক্ষোভ বাড়তে থাকে পাহাড়ে।
পাহাড়ের দাবি উপেক্ষা করে ফের বহিরাগত প্রার্থীর নাম ঘোষণায় ক্ষুব্ধ পাহাড়ের একটা বড় অংশ। দল ছেড়েছে বিমল-পন্থী মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য তথা গুরুত্বপূর্ণ নেতা স্বরাজ থাপা। যদিও, ক্ষোভকে আমল না দিয়ে রাজু বিস্ত দাবি করেছেন পাহাড়ে জিতবে বিজেপি।
শুধু তাই নয়, গোটা 'বাংলায় ৫০টি আসন জিতবে' বিজেপি। এদিন শিলিগুড়ির সভা থেকে মোদী বলেন, রাজু বিস্তকে তিনি '২০ বছর' ধরে জানেন। বিজেপি প্রার্থী রাজু বিস্তকে ভোট দেওয়ার জন্য পাহাড়-বাসীর কাছে আবেদন জানান তিনি। বলেন, যে যেখান থেকেই প্রার্থী হয়ে দাঁড়ান, বাংলার মানুষ তাঁর কথা ভেবে বিজেপিকে ভোট দিক। তাতেই দেশকে রক্ষার জন্য তাঁর হাত আরও শক্ত হবে। দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজেপি প্রার্থীদের ভোট দেওয়ার ডাক দেন প্রধানমন্ত্রী।
শুধু তাই নয়, গোটা 'বাংলায় ৫০টি আসন জিতবে' বিজেপি। এদিন শিলিগুড়ির সভা থেকে মোদী বলেন, রাজু বিস্তকে তিনি '২০ বছর' ধরে জানেন। বিজেপি প্রার্থী রাজু বিস্তকে ভোট দেওয়ার জন্য পাহাড়-বাসীর কাছে আবেদন জানান তিনি। বলেন, যে যেখান থেকেই প্রার্থী হয়ে দাঁড়ান, বাংলার মানুষ তাঁর কথা ভেবে বিজেপিকে ভোট দিক। তাতেই দেশকে রক্ষার জন্য তাঁর হাত আরও শক্ত হবে। দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজেপি প্রার্থীদের ভোট দেওয়ার ডাক দেন প্রধানমন্ত্রী।

No comments