Header Ads

আগামী মরসুমে এটিকেতেই গেলেন জবি জাস্টিন।

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে আগামী মরসুমে এটিকেতেই গেলেন ইস্টবেঙ্গলের অন্যতম সফল স্ট্রাইকার জবি জাস্টিন। বুধবার এটিকের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে সরকারীভাবে ঘোষনা করা হয় জবি জাস্টিনের চুক্তির বিষয়টি। জবির সঙ্গে এটিকে তিনবছরের চুক্তি করেছে। কিছুদিন ধরেই জবিকে নিয়ে জলঘোলা চলছিল। এদিকে লাল-হলুদের দাবি আগামী মরসুমের জন্য জবি তাদের কাছেই টোকেন দিয়েছেন।

 ভালো প্রস্তাব যাদের কাছ থেকেই পাবেন তাদের হয়েই আগামী মরসুমে সই করবেন বলে ঘনিস্থদের কাছে জানিয়েছে জবি। এমন পরিস্থিতিতেও লালহলুদ কর্তাদের পাশাপাশি কোয়েস কর্তারাও জবির সঙ্গে দফায় দফায় আলোচনায় বসেছিলেন। কিন্তু তাতে কিছুই লাভ হয়নি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.