হাসপাতালে মুলায়ম সিং যাদব!
নজরবন্দি ব্যুরো: গুরুতর অসুস্থ মুলায়ম সিং যাদব। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। শুক্রবার সকালেই তাঁকে লখনউয়ের একটি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে।
তবে ঠিক কি কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তা এখনও জানা যায়নি। তবে তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখার জন্য একটি স্পেশাল মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।
দিন কয়েক আগেই মুলায়ম সিংকে মঞ্চে দেখা যায়। দীর্ঘ দিনের বিবাদ ভুলে মায়াবতীকে পাশে নিয়ে বক্তব্যও রাখেন তিনি। .
গত সপ্তাহে তাঁর কেন্দ্র মইনপুরীতে একটি যৌথ সভা করে সপা বসপা। ওই সভাতে শেষ দেখা গিয়েছিল তাঁকে।
১৯৯৫ সালের পর মুলায়ম মায়াবতীকে একসঙ্গে দেখা যায়নি। সাইকেলের সওয়ারি মুলায়মের হয়ে ভোট চাইছেন হাতির চালক মায়াবতী। এমন ছবি খুবি কম দেখা যায়। কিন্তু রাজনীতিতে সবই সম্ভব। তারই এক চিত্র মইনপুরীতে আরও একবার দেখা গিয়েছি কিছুদিন আগে।
তবে ঠিক কি কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তা এখনও জানা যায়নি। তবে তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখার জন্য একটি স্পেশাল মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।
দিন কয়েক আগেই মুলায়ম সিংকে মঞ্চে দেখা যায়। দীর্ঘ দিনের বিবাদ ভুলে মায়াবতীকে পাশে নিয়ে বক্তব্যও রাখেন তিনি। .
১৯৯৫ সালের পর মুলায়ম মায়াবতীকে একসঙ্গে দেখা যায়নি। সাইকেলের সওয়ারি মুলায়মের হয়ে ভোট চাইছেন হাতির চালক মায়াবতী। এমন ছবি খুবি কম দেখা যায়। কিন্তু রাজনীতিতে সবই সম্ভব। তারই এক চিত্র মইনপুরীতে আরও একবার দেখা গিয়েছি কিছুদিন আগে।
কোন মন্তব্য নেই