Header Ads

উচ্চ প্রাথমিকে নিয়োগে দুর্নীতি নিয়ে আদালতের নির্দেশ!

নজরবন্দি ব্যুরো: নির্বাচনের মধ্যে শিক্ষক নিয়োগ বিতর্ক পিছু ছাড়ছে না রাজ্য সরকারের। উচ্চ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দ্রুত মামলাকারীদের নথিপত্র যাচাই করার নির্দেশ দিয়েছে আদালত।
কলকাতা বিচারপতি মৌসুমী ভট্টাচার্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছেন, নিয়ম মেনে চার সপ্তাহের মধ্যে মামলাকারীদের নথিপত্র যাচাই করতে হবে।

ওই সব মামলাকারীদের অভিযোগ, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নিয়ম না মেনে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ করা হচ্ছে। প্রশিক্ষণ-হীন ও তুলনায় কম নম্বর পাওয়া প্রার্থীদের নথিপত্র যাচাই করা হচ্ছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেন কয়েকশো প্রার্থী।
ওই মামলার শুনানিতে কমিশনকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.