রাজ্যে মোদীকে প্রার্থী হওয়ার অনুরোধ মুকুলের!
নজরবন্দি ব্যুরো: শুরু হয়ে গিয়েছে এবারের লোকসভা নির্বাচন। তৃতীয় দফার আগে শুক্রবার বুনিয়াদপুরে প্রচার সেরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মঞ্চ থেকেই বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি।
বাংলায় কোনও গণতন্ত্র নেই, এই অভিযোগে ফের সরব হলেন বিজেপি নেতা মুকুল রায়।
বুনিয়াদপুরেই তিনি প্রধানমন্ত্রীকে বাংলার প্রার্থী হওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, বাংলাকে বাঁচাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বের দরকার আছে। তাই তাকে অনুরোধ করা হয়েছে বাংলা থেকে প্রার্থী হওয়ার জন্য। তবে কোন লোকসভা কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী প্রার্থী হবেন তা স্পষ্ট নয়। আবার তিনি এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন কিনা তা নিয়ে কিছুই জানা যায়নি।
বাংলায় কোনও গণতন্ত্র নেই, এই অভিযোগে ফের সরব হলেন বিজেপি নেতা মুকুল রায়।

No comments