Header Ads

মোদী শিবিরে ধাক্কা। বিজেপি সাংসদ যোগদিলেন সমাজবাদী পার্টিতে

নজরবন্দি ব্যুরো: নির্বাচনের মধ্যে উত্তরপ্রদেশে জোর ধাক্কা খেল বিজেপি। বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন বর্তমান সাংসদ। শুক্রবার সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের হাত ধরে তিনি যোগ দেন বিরোধী শিবিরে।
তাঁর যোগদানে ভোটের আগে শক্তি বাড়ল সপা-বসপা শিবিরের।

উত্তরপ্রদেশের মাছলিশহরের সাংসদ রামচরিত্র নিশাদ গত নির্বাচনে বিপুল ভোটে জিতলেও, এবার তাঁকে টিকিট দেয়নি বিজেপি নেতৃত্ব। ওই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে টিকিট পান ভি পি সরোজ। ভিপি সরোজের নাম ঘোষণার পর থেকেই রামচরিত্র নিশাদকে নিয়ে জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। অবশেষে তিনি দল ছাড়লেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.