Header Ads

মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বেইমান, গদ্দার এই দেশে আর নেই! বিস্ফোরক মুকুল

নজরবন্দি ব্যুরো: "চারিদিকে মানুষের সুনামি। বর্ধমান পূর্ব এবং বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচারে কাতারে কাতারে শুধুমাত্র মানুষকে দেখলাম।
মানুষের সুনামি প্রমাণ করছে বিজেপি এবার এই রাজ্যে ক্ষমতায় আসছে।"একথা জানালেন বিজেপি নেতা মুকুল রায়।

বৃহস্পতিবার দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড় থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত পদযাত্রা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সেই একি রাস্তাতেই মিছিল করেন বিজেপি নেতা মুকুল রায়। দুর্গাপুরের পাঁচ মাথা মোড় থেকে মিছিল শুরু হয়। .
মিছিল দুর্গাপুর ইস্পাত নগরীর কনিষ্ক রোড ধরে দেশবন্ধু নগর পার হয়ে মহিষ্কাপুর প্লট দিয়ে বেনাচিতি সিকন গলিতে এসে পৌঁছায় এবং সেখানেই মিছিলে এসে যোগ দেন মুকুল রায়।

মুকুল রায় এর পরে  বলেন , "ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় গদ্দার তথা বেইমানের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের খেয়ে, পরে মমতা বন্দ্যোপাধ্যায় বড় হয়েছেন। সেই কংগ্রেস যখন একটু দুর্বল হয়ে পড়েছে তখন তাদের হাত ছেড়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বেইমান, গদ্দার এই দেশে আর নেই। ইতিহাসে তাঁর নাম লেখা থাকবে।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.