মদনের বিরুদ্ধে বিজেপির প্রার্থী অর্জুন পুত্র পবন!
নজরবন্দি ব্যুরো: সিউড়ির প্রচার সভা থেকে বিধানসভা উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করে দেন তৃণমূল নেত্রী। যার মধ্যে গুরুত্বপূর্ণ মদন মিত্রের নাম। ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের হয়ে লড়াই করবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র।
এর পর প্রশ্ন উঠতে থাকে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী কে হবেন?
শোনা যায় অর্জুন সিংয়ের ছেলে পবন সিংকে প্রার্থী করতে চলেছে বিজেপি। কারণ ভাটপাড়া অর্জুন সিংয়ের খাসতালুক। সেখানে ভোট মানে প্রেসটিজের লড়াই অর্জুন সংয়ের কাছে। যদিও বারাকপুর লোকসভা আসনের এই বিজেপি প্রার্থী সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন, বিজেপি যাকেই প্রার্থী ঘোষণা করুক না কেন, তাঁকে জেতানোর দায়িত্ব নেবেন তিনি।
সেই অর্জুনের কথার উপর ভরসা রেখেই তাঁর ছেলে পবনকে প্রার্থী করল বিজেপি। রাজনৈতিক মহলের প্রশ্ন নবাগত পবন সিং কি পারবেন রাজনীতির পোড়-খাওয়া নেতা মদন মিত্রকে টক্কর দিতে? উত্তর দেবে সময়।
এর পর প্রশ্ন উঠতে থাকে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী কে হবেন?
সেই অর্জুনের কথার উপর ভরসা রেখেই তাঁর ছেলে পবনকে প্রার্থী করল বিজেপি। রাজনৈতিক মহলের প্রশ্ন নবাগত পবন সিং কি পারবেন রাজনীতির পোড়-খাওয়া নেতা মদন মিত্রকে টক্কর দিতে? উত্তর দেবে সময়।
কোন মন্তব্য নেই