Header Ads

তৃতীয় দফায় আরও ৫০ কোম্পানি বাহিনী!

নজরবন্দি ব্যুরো: তৃতীয় দফায় আরও কঠর হচ্ছে কমিশন বাড়ছে বাহিনী সংখ্যা। তৃতীয় দফার নির্বাচনের জন্য আরও ৫০ কোম্পানি বাহিনী চাওয়া হবে। এমনটাই জানালেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। বৃহস্পতিবার ছিল দ্বিতীয় দফার ভোট। উত্তরবঙ্গের ৩ আসনে ভোট শেষ হয় গত কাল। দ্বিতীয় দফার ভোটে মোট ১৯৪ কোম্পানি বাহিনী ব্যবহার করা হয়।
প্রায় ৮০ শতাংশ বুথে আধাসেনা মোতায়েন করা সম্ভব হয়েছে। এদিন সেই প্রসঙ্গ উল্লেখ করে অজয় নায়েক বলেন, "অতিরিক্ত বাহিনী দিয়ে ভোট করায় দ্বিতীয় দফায় ভালো ভোট হয়েছে। তাই তৃতীয় দফায় আরও ৫০ কোম্পানি বাড়তি বাহিনী চাইব। এতে ৯০ শতাংশ বুথে বাহিনী দেওয়া সম্ভব হবে।" আগামী মঙ্গলবার ২৩ এপ্রিল তৃতীয় দফার ভোট। ওই দিন বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ- এই ৫টি কেন্দ্রে ভোট-গ্রহণ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.