Header Ads

পিসি-ভাইপো মিলে লুটে খাচ্ছেন রাজ্যটাকে! ব্রিগেডে বিস্ফোরক মোদী

নজরবন্দি ব্যুরো: শিলিগুড়ির মতন ব্রিগেডেও বাংলায় ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী। জানতে চান, ''আপনারা কেমন আছেন?'' এরপর প্রধানমন্ত্রী বলেন, বিদ্যাপতি, রবীন্দ্রনাথের লেখনী এবং ক্ষুদিরাম বোস, শ্রী অরবিন্দ, সূর্য সেন, নেতাজি সুভাষচন্দ্র বসু বিপ্লবকে প্রাণ দিয়েছেন। বিপ্লব ও কবিতার মেলবন্ধন এখন ঘটতে চলেছে।
এর আগে এমন ভিড় দেখেনি ব্রিগেড। যেখানে আছেন, সেখানেই থাকুন।
আপনাদের বেশি সময় নেব না। কয়েক ঘণ্টা ধরে আমার জন্য অপেক্ষা করছেন। আপনাদের ভালবাসা আমি মাথায় করে রাখব। আপনারা যে ভালবাসা দিচ্ছেন, সুদসমেত উন্নয়ন করে আপনাদের দেখিয়ে দেব।

এর পর তিনি বলেন, আপনারা পাশে দাঁড়িয়েছেন বলে গোটা বিশ্বে ভারতের সুনাম ছড়িয়েছে। এখন ভারত যা করছে, তার স্বপ্ন দেখতাম আমরা। সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক বা মহাকাশে স্ট্রাইক হোক, মহাশক্তি হয়ে উঠছে ভারত। গোটা দুনিয়া এখন সেটা দেখছে।
গণতন্ত্রের আড়ালে দেশে চলত পরিবারতন্ত্র।
গণতন্ত্রের বয়স তো এই দেশে মাত্র ১৫-১৬ বছর। ৭২ বছরে এমন অভিজ্ঞতা, পরিশ্রম নিয়ে কেন উন্নত-দেশগুলির পাশে নেই আমরা! আমাদের কাছে কোনও কিছুর অভাব ছিল না। ৫৫ বছরের পরিবারতন্ত্র পরিশ্রমী মানুষ গুলোকে শেষ করে দিয়েছে। ভোট-ব্যাঙ্কের জন্য গরিবদের স্বপ্ন ধ্বংস করেছে এই দেশের পরিবারতন্ত্র। জাতপাতের বিষ ছড়াচ্ছে পরিকল্পনা মাফিক। বাংলাও আজ পরিবারতন্ত্রের বোঝায় চাপা পড়ে গিয়েছে। পিসি-ভাইপো মিলে লুটে খাচ্ছেন।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.