ভোটের মুখে ৫৪ হাজার কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিল বিএসএনএল!
নজরবন্দি ব্যুরোঃ ভোটের মুখে খরচ কমাতে বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলল ভারত সঞ্চার নিগম লিমিটেড। সংস্থার ৫৪,০০০ কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিল বিএসএনএল বোর্ড। শুধু কর্মী ছাঁটাই নয় এর পাশাপাশি অবসরের বয়স কমিয়ে ৫৮ বছর করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর এক সর্বভারতীয় দৈনিকের । ওই দৈনিকের প্রতিবেদন অনুযায়ী বোর্ড সরকারের গড়ে দেওয়া কমিটির সুপারিশের ১০টির মধ্যে ৩টি কার্যকর করেছে।
ওই বিপুল সংখ্যক কর্মীদের ভিআরএস বা স্বেচ্ছা অবসরের সুযোগ দেওয়া হবে। ৫০ বছরের উর্ধ্বে কর্মীদের ক্ষেত্রে নিয়ম লাগু হবে।অবসরের বয়স ৬০ থেকে কমিয়ে ৫৮ করা হলে সংস্থার ৩৩,৫৬৮ কর্মী কম হবে। এতে বাঁচবে ১৩,৮৯৫ কোটি টাকা।কর্মীদের বিপুল পরিমান টাকার বেতন বাকী রয়েছে।
ফলে প্রবল চাপে রয়েছে সংস্থা। তবে মনে করা হচ্ছে এপ্রিল ও মে মাসে সরকার ২৯০০ কোটি টাকা মিটিয়ে দিতে পারে। সংস্থার এক আধিকারিক ডিএনএ-এ জানিয়েছেন, ব্যবসা থেকে ৫০০ কোটি টাকা ও ৩৫০০ কোটি টাকা ঋণ পাবে সংস্থা। এতে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া যাবে।
ফলে প্রবল চাপে রয়েছে সংস্থা। তবে মনে করা হচ্ছে এপ্রিল ও মে মাসে সরকার ২৯০০ কোটি টাকা মিটিয়ে দিতে পারে। সংস্থার এক আধিকারিক ডিএনএ-এ জানিয়েছেন, ব্যবসা থেকে ৫০০ কোটি টাকা ও ৩৫০০ কোটি টাকা ঋণ পাবে সংস্থা। এতে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া যাবে।

No comments