Header Ads

রাজনীতির হাল ধরুক দেব-মিমি-নুসরত! পরামর্শ লকেটের

নজরবন্দি ব্যুরো: এই রাজ্যের সেলিব্রিটিরা ভোট ক্যাচার না হয়ে মানুষের কথা শুনুক-জানুক।
সোমবার বারাসতের বিশেষ আদালতে এক রাজনৈতিক মামলার হাজিরা দিতে এসে একথা বললেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

একসময় লোকসভা নির্বাচনে টলিউড থেকে নতুন মুখ এনে চমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের লোকসভা নির্বাচনে যাদবপুর এবং বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী যথাক্রমে অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান। ভোটের সময় অভিনেতা অভিনেত্রীদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পরে তাদের কাজ করতে দেওয়া হয়না বলে অভিযোগ করেন লকেট।
তিনি বলেন, ‘সেলিব্রিটিদের মুখটা ব্যবহার করে ভোটটা নেওয়া হয়। তারপর তাঁদের ঠুঁটো জগন্নাথ করে রাখা হয় বিভিন্ন সময়। আর নিজেরা টাকা-পয়সা নয়ছয় করছেন। আমি চাই, এটা যেন না হয়। সেলিব্রিটিরা সোচ্চার হোন। তাঁরা মানুষের কথা বলুক।’

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.