আমরা যাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছি, সেই নোংরাটাকে প্রার্থী করেছে বিজেপিঃ অভিষেক
নজরবন্দি ব্যুরো: দলত্যাগী সাংসদ তথা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের এবারের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কথায়, ''বউ আর শ্বশুরবাড়ি নিয়ে থাকেন উনি।'' সোমবার অভিষেক বাঁকুড়ার জয়পুর ব্লকের গোকুলনগরে বিষ্ণুপুরের তৃনমূল প্রার্থী শ্যামল সাঁতরার সমর্থনে জনসভা করেন।
আর ওই সভাতে এমন বিতর্কিত মন্তব্য করেন তিনি।
সেই মঞ্চ থেকেই সৌমিত্র খাঁকে শ্বশুরবাড়িতে থাকার কথা বলেন অভিষেক। নাম না করে অভিষেক বলেন, ''আমরা যাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছি, সেই উচ্ছিষ্ট, জঞ্জাল ও নোংরাটাকে প্রার্থী করেছে এখানকার বিজেপি। গত পাঁচ বছর সে কোনও কাজ করেনি। খালি বালি আর বউ নিয়ে পড়েছিল। আমি বলি যে শুধু শ্বশুরবাড়ি আর বউ নিয়ে থাকতেই ভালোবাসে, সে শ্বশুরবাড়িতেই থাক।''
সেই মঞ্চ থেকেই সৌমিত্র খাঁকে শ্বশুরবাড়িতে থাকার কথা বলেন অভিষেক। নাম না করে অভিষেক বলেন, ''আমরা যাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছি, সেই উচ্ছিষ্ট, জঞ্জাল ও নোংরাটাকে প্রার্থী করেছে এখানকার বিজেপি। গত পাঁচ বছর সে কোনও কাজ করেনি। খালি বালি আর বউ নিয়ে পড়েছিল। আমি বলি যে শুধু শ্বশুরবাড়ি আর বউ নিয়ে থাকতেই ভালোবাসে, সে শ্বশুরবাড়িতেই থাক।''

No comments