Header Ads

মোদীকে কটাক্ষ আরজেডি সুপ্রিমো লালুর!

নজরবন্দি ব্যুরো: এবার প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি আক্রমণ করলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। .
২০১৪ সালে ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই ভঙ্গিতেই প্রতিশ্রুতি গুলি আবার শুনিয়েছেন লালু প্রসাদ যাদব। ১৭ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা গিয়েছে ২০১৪ সালের মোদীর ভোট প্রতিশ্রুতি সেই স্বর নকল করে বলছেন লালু।
ওই ভিডিওতে লালু বলেছেন, সব ভারতীয়রা ১৫-২০ লাখ টাকা করে পাবেন।
২০১৫ সালে বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন মোদী। তখন তিনি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী হলে সব ভারতীয় ১৫-২০ লাখ টাকা করে পাবে। মোদীর সেই প্রতিশ্রুতি যে গত পাঁচ বছরেও পূরণ হয়নি সেটা এখন বুঝতে পারছে দেশবাসী। বিরোধীরা এই ইস্যুতেই মোদীর বিরোধিতায় সরব হয়েছেন। মোদীর ভোট প্রতিশ্রুতিকে জুমলা বলে কটাক্ষ করেছে বিরোধীরা। তাতে সামিল হয়েছেন আরজেডি সুপ্রিমোও। সেকারণেই ভিডিওর শেষে তিনি বলেছেন, '‌মুফত মে লে লো ১৫ লাখ, আচ্ছে দিন অউর জুমলা।'‌


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.