Header Ads

পুলিশ কর্মীদের প্যান্ট খোলার হুমকি! বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ

নজরবন্দি ব্যুরো: যেসব পুলিশ কর্মী রামনবমীর হোর্ডিং খুলেছেন তাঁদের প্যান্ট খুলে নেওয়া হবে। খড়গপুরে দাঁড়িয়ে এই হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তাঁর অভিযোগ নির্বাচন কমিশন নির্দেশ দিলেও, প্রশাসন বেছে বেছে বিজেপি হোর্ডিং খুলে নিয়ে যাচ্ছে। কিন্তু তৃণমূলের হোর্ডিং পাশেই রয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, এই বিতর্কিত মন্তব্যের জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন।

সূত্রের খবর অনুযায়ী, রামনবমী এবং পয়লা বৈশাখ উপলক্ষে নিজের কেন্দ্র মেদিনীপুরের অধীন খড়গপুরে প্রচুর হোর্ডিং লাগানোর বন্দোবস্ত করেছিলেন দিলীপ ঘোষ। কিন্তু বিধিভঙ্গের অভিযোগে সেই সব হোর্ডিং খুলে দেয় প্রশাসন। যদিও দিলীপ ঘোষের অভিযোগ পাশে তৃণমূলের হোর্ডিং কেনও খোলা হল না? .
পুলিশ একতরফা কাজ করেছে বলে অভিযোগ করেছেন তিনি। এতেই ক্ষুব্ধ দিলীপ ঘোষ এই কাজের সঙ্গে যুক্ত পুলিশ কর্মীদের চিহ্নিত করে প্যান্ট খুলে নেওয়ার হুমকি দেন। একতরফা কাজে যুক্ত পুলিশ কর্মীদের চিহ্নিত করার জন্যও দাবি জানান দিলীপ ঘোষ।


Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.