ধনির গড়ে নাও হতে পারে আইপিএল ফাইনাল!
নজরবন্দি ব্যুরোঃ আইপিএল ফাইনাল ম্যাচ আয়োজনের সুযোগ হারাতে পারে এম এ চিদম্বরম স্টেডিয়াম। উদ্বোধনী ম্যাচটি চেন্নাই ভালোভাবেই আয়োজন করেছিল। কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে ফাইনাল ম্যাচ আয়োজনে সমস্যা দেখা দিয়েছে।এম এ চিদম্বরম স্টেডিয়ামের আই, জে ও কে গ্যালারিতে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। তিনটি গ্যালারির গেটেই ঝুলছে তালা।
ফলে ওই তিনটি স্ট্যান্ড ম্যাচ চলাকালীন পুরো ফাঁকা থাকছে। আইপিএলের অন্য ভেনুতে গ্রুপ পর্বের শুরু থেকেই উপচে পড়ছে দর্শকদের ভিড়। সেখানে চেন্নাইয়ের স্টেডিয়ামের অনেকটাই ফাঁকা। কতদিন এমন পরিস্থিতি চলবে তাও জানাতে পারছে না স্টেডিয়াম কর্তৃপক্ষ। সমস্যা সেখানেই। ফাইনাল ম্যাচ দেখার জন্য বিপুল সংখ্যক দর্শক হাজির থাকবে। কিন্তু চেন্নাইয়ের স্টেডিয়ার টিকিটের চাহিদা অনুযায়ী জোগান দিতে পারবে না। আইপিএলের আয়োজক কমিটি তাই বিকল্প ভাবতে শুরু করেছে।

No comments