পুলিশ ও শাসকদলের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ!
নজরবন্দি ব্যুরো: প্রথম দফা ভোট শুরুর ঠিক ২৪ ঘণ্টা আগে পুলিশ ও শাসকদলের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন দাঁতনের রোড শো থেকে শাসকদলের উদ্দেশে দিলীপ ঘোষ বলেন, "শুধরে যান, আর সেটা না হলে ভোট দিতে দেব না। তৃণমূলের পার্টি অফিসে তালা মেরে দেওয়া হবে। তালা মারা হবে তৃণমূল কর্মীদের বাড়িতেও।"
মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে মানস ভুঁইঞাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।
বিজেপি নেতা দিলীপ ঘোষের দাবি, "মানস ভুঁইঞা জামাকাপড় পাল্টানোর মতো পার্টি বদলান। এবার মানুষ তাঁকে প্যাক করে দেবে।" প্রসঙ্গত, এবারের পঞ্চায়েত নির্বাচনে মানস ভুঁইঞার গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে গিয়েছে।"যে পঞ্চায়েতে নির্বাচনে জিততে পারে না, সে এমপি জেতার স্বপ্ন দেখছে", বলেও এদিন কটাক্ষ করেন। রোড শো থেকে এদিন পুলিশকেও 'দেখে নেওয়ার' হুমকি দেন দিলীপ ঘোষ।
মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে মানস ভুঁইঞাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।

No comments