চোট নিয়ে দু'সপ্তাহ মাঠের বাইরে ডি জে ব্রাভো ।
নজরবন্দি ব্যুরোঃ দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার ডোয়েন ব্রাভো চোটের জন্য দু'সপ্তাহ মাঠের বাইরে চলে গেলেন। চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি একথা জানিয়েছেন। হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে ক্যারিবিয়ান অলরাউন্ডারের। গত বুধবার মুম্বই ম্যাচে চোট পেয়েছিলেন ব্রাভো।
হাসি বলেছেন, 'ব্রাভো হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য দু'সপ্তাহ মাঠে নামতে পারবে না। এটা দলের বড় ক্ষতি। ব্রাভো দলের ভারসাম্য রক্ষা করে। এবার ব্রাভোর জায়গায় অন্য কাউকে খেলাতে হবে।' এরপরই হাসি বলেছেন, 'দলের ক্ষতি হল ঠিকই। তবে চেন্নাই যথেষ্ট শক্তিশালী দল। এই সমস্যা কাটিয়ে ওঠা যাবে।'
হাসি বলেছেন, 'ব্রাভো হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য দু'সপ্তাহ মাঠে নামতে পারবে না। এটা দলের বড় ক্ষতি। ব্রাভো দলের ভারসাম্য রক্ষা করে। এবার ব্রাভোর জায়গায় অন্য কাউকে খেলাতে হবে।' এরপরই হাসি বলেছেন, 'দলের ক্ষতি হল ঠিকই। তবে চেন্নাই যথেষ্ট শক্তিশালী দল। এই সমস্যা কাটিয়ে ওঠা যাবে।'

No comments