রাজ্যকে না জানিয়ে পুলিশ কর্তাদের বদলি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!
নজরবন্দি ব্যুরোঃ নির্বাচনের মুখে ৪ পুলিশকর্তার বদলি নিয়ে বেশ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। এই কথা জানিয়ে কমিশনকে চিঠি দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের তরফে বলা হয়েছে, কমিশন সরকারকে এ নিয়ে আগে থেকে কিছু জানায়নি। নতুন কাউকে দায়িত্ব দেওয়া হলে, তার নামও রাজ্যের কাছে চায়নি কমিশন। যার জেরে নবান্নের তরফে কড়া চিঠি দেওয়া হচ্ছে কমিশনকে।
অপরদিকে, রাজ্যে প্রথম দফা নির্বাচনের আগেই ফের রাজ্যে আসতে পারেন কমিশন নিযুক্ত বিশেষ কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনারকে শুক্রবারই সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার জায়গায় আনা হয়েছে রাজেশ কুমারকে। তিনি আজই দায়িত্ব নেবেন। বিধাননগরের সিপি জ্ঞানবন্ত সিংয়ের জায়গায় আনা হচ্ছে এন রমেশবাবুকে। গতকাল রাতে নির্বাচন কমিশন সূত্রে এমন খবর জানা গিয়েছে।
অপরদিকে, রাজ্যে প্রথম দফা নির্বাচনের আগেই ফের রাজ্যে আসতে পারেন কমিশন নিযুক্ত বিশেষ কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনারকে শুক্রবারই সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার জায়গায় আনা হয়েছে রাজেশ কুমারকে। তিনি আজই দায়িত্ব নেবেন। বিধাননগরের সিপি জ্ঞানবন্ত সিংয়ের জায়গায় আনা হচ্ছে এন রমেশবাবুকে। গতকাল রাতে নির্বাচন কমিশন সূত্রে এমন খবর জানা গিয়েছে।

No comments