মুখ্যমন্ত্রীর সভায় চরম বিশৃঙ্খলা!
নজরবন্দি ব্যুরো: নদিয়ার কালীগঞ্জে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর সেই সভায় চরম বিশৃঙ্খলা। অবস্থা এতটাই খারাপের দিকে এগোতে থাকে যে, শেষমেশ বক্তব্য থামাতে বাধ্য হন তৃণমূল সুপ্রিমো। প্রায় ১৫ থেকে ২০ মিনিট বক্তব্য বন্ধ রাখার পর ফের বক্তব্য শুরু করেন মুখ্যমন্ত্রী।
এদিন সভা শুরু থেকে ঝামেলা বাড়তে থাকে মমতার সভাস্থলে।
বারবার মঞ্চ থেকেই সাধারণ মানুষকে শান্ত হয়ে থাকতে অনুরোধ করেন তিনি। কিন্তু কার কথা কে শনে। সবাই সবার মতো সভায় চিৎকার করতে থাকে। অবস্থা এতটাই খারাপ হয় যে একসময়ে মেজাজ হারিয়ে ফেলেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকেই বলতে থাকেন, আমি গত ২০ দিন ধরে চিৎকার করে আসছি। কার্যত যারা বেরিয়ে যেতে চান তাঁদের বেরিয়ে যাওয়ারও কথা বলেন তিনি।
কিন্তু তাতেও সভাস্থলে থাকা কয়েকশ মানুষকে চুপ করানো সম্ভব হয় না।
শেষে মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য থামিয়ে দেন। মঞ্চে থাকা সমস্ত নেতাদের পরিস্থিতি সামলানোর নির্দেশ দেন। সেই মতো সবাই মানুষকে শান্ত করার কাজে নেমে পড়েন। এরপর প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর ফের বক্তব্য শুরু করেন তৃণমূল নেত্রী।
এদিন সভা শুরু থেকে ঝামেলা বাড়তে থাকে মমতার সভাস্থলে।
কিন্তু তাতেও সভাস্থলে থাকা কয়েকশ মানুষকে চুপ করানো সম্ভব হয় না।
শেষে মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য থামিয়ে দেন। মঞ্চে থাকা সমস্ত নেতাদের পরিস্থিতি সামলানোর নির্দেশ দেন। সেই মতো সবাই মানুষকে শান্ত করার কাজে নেমে পড়েন। এরপর প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর ফের বক্তব্য শুরু করেন তৃণমূল নেত্রী।
কোন মন্তব্য নেই